বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় মাউসিনরাম নামক একটি গ্রামে। এই গ্রামটি অবস্থিত মেঘালয়ে।
বছরে ১১,৮৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয় মাউসিনরামে। সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে এই গ্রামের নাম রয়েছে। বৃষ্টির সময় এই গ্রামের বাসিন্দাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়।
2019 এ মেঘালয় প্রথম গিয়েছিলাম. ওইখানে অনেক বৃষ্টি হয় শুনে ঢাকা থেকে খুব ভালো কোম্পানির একটি ছাতা নিয়ে গিয়েছিলাম কিন্তু এই – দুইবার বৃষ্টির কারণে ছাতাটি ছিড়ে যায়.
![](https://traveltrackerbd.com/wp-content/uploads/2023/08/855464-de9d3baa-58c3-11e4-9982-7891fa7cc08b.jpg)
তখন থেকে ভাবতে থাকি এই এরিয়ার মানুষ বৃষ্টিতে কি ধরনের ছাতা ব্যবহার করেন.
বেতের তৈরি ছাতা ব্যবহার করে থাকেন ওই গ্রামের মানুষরা । এই ছাতার সাহায্যে তারা পুরো শরীরকে ঢেকে নিতে পারেন। এই ছাতার সাহায্যে গ্রামের বাসিন্দারা বর্ষাকালে তাদের কাজ করতে পারেন। বেত দিয়ে তৈরি এই ছাতাগুলিকে কনুপ বলে।
![](https://traveltrackerbd.com/wp-content/uploads/2023/08/27-new1-meghalaya-cover.jpg)
অনেকদিন পরে হলেও প্রশ্নের উত্তর বের করতে পারলাম. সামনে বৃষ্টির সিজন আসছে ইন্ডিয়ার বর্ডার খুলে দেওয়া হবে আশাকরি ট্যুরের জন্য। আপনারা কখনো মেঘালয় প্ল্যান করলে ছাতার সাথে অল্টারনেট যেকোনো কিছু প্ল্যান করবেন।