, ,

মালদ্বীপ – Maldives

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Admin
Admin
Travel Tracker

মালদ্বীপ – Maldives

ঘুরাফেরা করতে যারা পছন্দ করেন তাদের কাছে মালদ্বীপ মানে অন্যরকম একটি ফিলিংস। শুধুমাত্র দক্ষিন এশিয়া নয় পুরো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেসটিনেশন হিসেবে খ্যাত মালদ্বীপ। মেয়েদের কাছে মালদ্বীপ ট্যুর যেন এক স্বর্গীয় অনুভুতি।

মালদ্বীপ বা দ্বীপের মালা; সংস্কৃত শব্দ ‘দ্বীপমালা’ শব্দ থেকেই মালদ্বীপ। আবার কেউ কেউ বলে যে- ‘মালে দিভেই রাজে’- এই কথা থেকে মালদ্বীপ শব্দটির উদ্ভব। তাই নাম উদ্ভাবন এর ঘটনা সর্বদাই একটু ঘোলাটে।

ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র এটি, যার রাজধানী “মালে”। শ্রীলঙ্কা হতে আনুমানিক ৪০০ মাইল দক্ষিণ পশ্চিমে ১০১০টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্র। বড় ছোট মিলিয়ে মালদ্বীপে সর্বমোট ১২০০ দ্বীপ আছে যার মধ্যে বাসযোগ্য ২০০ টি। মালদ্বীপের জনসংখ্যা প্রায় তিন লক্ষ যার ১০০ ভাগ মুসলমান। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। যার সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার।

মালদ্বীপের আসল সৌন্দর্য হলো এর পরিষ্কার পানি – সুদূরপ্রসারী প্রাকৃতিক দৃশ্য – পানির নিচের জীব-বিচিত্র। যার রয়েছে ৬০ এর অধিক লোকাল স্পট যেখান থেকে পানির নিচে গিয়ে দ্বীপের সৌন্দর্য অবলোকন করা যায়। সব মিলিয়ে মালদ্বীপ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশন। নান্দনিক সৌন্দর্যে ভরা রিসোর্ট, বিশ্বমানের আতিথিয়তা, মুখরোচক খাবার এবং নিজের মত ঘুরতে পারার স্বাধীনতা মালদ্বীপকে করে তুলেছে অনন্য।

তার উপর পানির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। মানবসৃষ্ট কিছুটা প্রাকৃতিক। একদিকে রিসোর্ট গুলোতে যেরকম রয়েছে সুইমিংপুল, দোলনা, স্পা, স্টিম – আরাম করার জন্য বিভিন্ন সার্ভিস অন্যদিকে রয়েছে অবাক করা কিছু প্রাকৃতিক ঘটনা। কখনো গোসল করতে করতে দেখা যায় স্টিং রে এসে আপনার সাথে খেলা করবে কখনোবা ছোট ছোট শার্ক খেলতে এসে আপনাকে ভয় ভয় মিশ্রিত একটি আনন্দঘন অনুভুতি দেবে, কখনোবা রাতে পানিতে দেখা যাবে জলন্ত প্লাঙ্কটন। কখনো বর্ণিল কোরাল আপনাকে মুগ্ধ করবে, কখনোবা লম্বা সাদা বিচ, কখনোবা ভিন্ন রঙের পানি পাশাপাশি অবস্থান করবে। এরকম ক্ষুদ্র- ক্ষুদ্র, ভিন্ন-ভিন্ন প্রাকৃতিক/ মানবসৃষ্ট বিভিন্ন ঘটনাবলীর সমন্বয়ে সাজানো মালদ্বীপ বছরের পর বছর ধরে ভ্রমণ প্রিয় মানুষদের পছন্দের জায়গায় সর্বোচ্চ স্তরে অবস্থান করে আছে।

মালদ্বীপ একটি রাষ্ট্র যেখানে ভূমির পরিমাণ খুবই কম যার অধিকাংশই পানি. যেহেতু ভূমির পরিমাণ খুব কম সেখানে সেহেতু জায়গার দাম অনেক বেশি এবং জায়গার উপরে যেই স্থাপনা আছে ওগুলোর দাম অনেক বেশি। তাই ট্যুরিস্টদের জন্য থাকার জায়গাগুলোর ভাড়াও হয়ে যায় অনেক বেশি। অন্যদিকে রয়েছে বৈদেশিক টুরিস্টদের জন্য অনেক বেশি ট্যাক্স। ভূমির পরিমাণ কম থাকায় বেশিরভাগ জিনিসই তাদের বাইরে থেকে আমদানি করতে হয় তাই খাবার-দাবার থেকে শুরু করে সব কিছুর দাম অনেক বেশি। এইসবে মিলিয়ে মালদ্বীপ একটি ব্যয়বহুল টুরিস্ট ডেস্টিনেশন।

এবার আশি ঘুরার প্ল্যানে। অনেকেই প্রশ্ন করেন মালদ্বীপ কয় দিনে ঘুরা যায় ? প্রশ্ন সহজ হলেও এর উত্তর খুব কঠিন !!! মালদ্বীপে রয়েছে ২০০ বাসযোগ্য আইল্যান্ড। কতগুলো ঘুরতে চান আপনি ???

এরকম প্রশ্নের জটিলতায় আপনাকে না ফেলে সহজ করে যদি সহজ করে বলতে যাই “আমাদের দেশ থেকে মালদ্বীপে যারা ঘুরতে যান তারা সাধারণত দুই রাত ওখানে থাকেন। যারা একটু আর্থিকভাবে সচ্ছল তারা ৪ দিন থেকে ২০ দিন পর্যন্তও থাকেন। তবে যারাই যান না কেন প্রতিটি দ্বিপে তারা গড়ে সর্বোচ্চ ২ থেকে ৫ রাত অতিবাহিত করেন।

মালদ্বীপ ট্যুরের জন্য আপনার ঢাকা থেকে যাওয়া-আসা বাবদ ধরে রাখতে হবে আনুমানিক ৩৫ থেকে ৪৫ হাজার টাকার প্লেন ভাড়া। এরপরের খরচটা আপনার নিজের উপর। আপনি যদি শহরের দিকে থাকেন তাহলে দৈনিক ৫-৬ হাজার টাকায় আপনার থাকা এবং খাওয়া হয়ে যাবে। অন্যদিকে আপনি যদি খরচ করতে চান তাহলে আপনি থাকতে পারেন বিচ/ ওয়াটার ভিলাতে। যেখানে বিচ ভিলা গুলোতে দৈনিক আপনার খরচ যাবে ৮০০০ – ২০০০০ টাকা। অন্যদিকে দ্বীপভেদে ওয়াটার ভিলাতে থাকার খরচ দৈনিক ৪০,০০০.০০ টাকা থেকে শুরু করে ১৫০,০০০.০০ টাকা পর্যন্ত হয়। এমনকি মালদ্বীপে আন্ডারওয়াটার ভিলাও আছে। যেখানে থাকতে দৈনিক আপনাকে গুনতে হবে ৪,৫০,০০০.০০ (৪ লাখ ৫০ হাজার) টাকা।

খাওয়াতে সাধারণত ৭০০ থেকে ১২০০ টাকাতে আপনি আরাম করে খাওয়া দাওয়া করতে পারবেন। আবার কখনো কোন কোন দ্বীপে এক বেলার খাবার এ ২০,০০০.০০ টাকাও আপনার কম মনে হতে পারে।

তবে সহজ ভাষায় বলতে গেলে মালদ্বীপ কম টাকায় ঘুরতে গেলে যেমন ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকাতে ঘুরা যায়। আবার আবার ৪/৫ লাখ টাকাও অনায়াসেই ব্যয় হয়ে যায়। আপনাকে ঠিক করতে হবে আপনি কি রকম খরচ করে মালদ্বীপ ঘুরে আসতে চান।

সাম্প্রতিককালে আমরা মালদ্বীপের প্যাকেজ শুরু করেছি। সর্বনিম্ন প্যাকেজ ৪৫ হাজার টাকা এবং সর্বোচ্চ প্যাকেজ ২৭ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছি। যেখানে মাফুশি আইল্যান্ডে আমরা ৪৫ থেকে ৬০ হাজার টাকার মধ্যে অনায়াসে প্যাকেজ করে ফেলতে পারি আবার আন্ডার ওয়াটার ভিলা দিয়ে আপনাকে ৩০ লাখ টাকারও প্যাকেজ করে দেওয়া সম্ভব। প্রতি সপ্তাহে এখন গড়ে ২ থেকে ৭ জন মানুষ আমাদের থেকে মালদ্বীপ প্যাকেজ নিচ্ছেন। Maafushi & Hulhumale এর বেশ কিছু প্রপার্টি – Icom Marina, Aquzz Inn, Ripple Beach Inn, Sun Siyam Olhuveli, Thulhagiri Island Resort, Paradise Island Resort & Spa, Adaaran Prestige Vadoo, Raaha Resort, Embudu Village — এই প্রপার্টি গুলোতে যাচ্ছে আমাদের বেশীরভাগ প্যাকেজ এ। আপনি ও নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মত প্যাকেজ।

  • Dhaka – Maldives – Dhaka > Flight
  • Airport – Resort – Airport > Speed boat Transfer
  • Full board Package with Buffet food
  • 3* Hotel/ Beach Villa/ Water villa/ Water villa with pool/ Family villa/ Private Island – All in one place

#maldives #Maldives2022 #maldivestrip

# # #

Related Posts

Vietnam Tourist Visa

Vietnam e-visa: সাধারনত ই-ভিসার মেয়াদ হয় ১-৬ মাস। পাসপোর্টে কোনো স্টিকার পড়বে না।
Vietnam Sticker Visa: নির্দিষ্ট ১০-২০ দিনের জন্যে

Read More »

Koh Samui Tour Guide

গালফ অফ থাইল্যান্ডে কোহ সামুই এর অবস্থান। সেন্ডি বিচ, টার্কিশ কালারের পরিষ্কার স্বচ্ছ পানি, ব্রেথ টেকিং ভিউ কোহ সামুই মূলত এসব

Read More »

মাত্র ১ দিনেই ভারতের ভিসা!

ভারতের ভিসার জন্য ভোগান্তি কমবে। মাত্র ১ দিনেই মিলবে দেশটির ভিসা। এ ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই

Read More »

Malaysia Visa Requirements

লিস্টের সকল কাগজ স্ক্যান (Scan) করে পিডিএফ (PDF) করে পাঠিয়ে দিলেই হবে। Bank Statement of 6 month, Bang Solvency,

Read More »

Weekly articles about traveling to make your live better than before

Sign Up For Our Newsletter

We promise you will not recieve spam from us. You can unsubscribe anytime