, , ,

টাঙ্গুয়ার হাওর টুর প্যাকেজের খুঁটিনাটি

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Admin
Admin
Travel Tracker

২০২৪ এর টাঙ্গুয়ার হাওর এবং ৪ হাজার ও ১২ হাজার টাকার প্যাকেজের পার্থক্য!!!

টাঙ্গুয়ার হাওর ১০ বছর আগে যেখানে – ঘোরাঘুরির জন্য কোন মানুষ যেতো না সেই টাঙ্গুয়ার হাওর এখন বর্ষাকালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট. বাংলাদেশের বাকি ৮-১০ টি গতানুগতিক টুরিস্ট স্পট এর মত নয় টাঙ্গুয়ার হাওর. টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম সম্পূর্ণ ভিন্ন.

এখানের ট্যুরের প্যাকেজ গুলো শুরু হয় সুনামগঞ্জ থেকে এবং সমগ্র ট্যুর হয় নৌকাতে করে. নৌকা বলতে কোন সাধারণ নৌকা নয়, এই নৌকাগুলোর ভেতরে থাকে বিলাসবহুল কেবিন, থাকে রান্না করার ব্যবস্থা, আড্ডা দেওয়ার জন্য বিশাল লবি, ওয়াশরুম এবং লেটিয়ে পড়ে থাকার জন্য একটি বিশাল ছাদ. যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত গড়ে উঠছে এখানে লাক্সারি ট্যুরিজম.

কোথাও ৩ হাজার টাকা কোথাও ১০ হাজার টাকা জনপ্রতি প্যাকেজ বিক্রি হচ্ছে। কিন্তু কোন প্যাকেজের পার্থক্য কি? বেশিরভাগ সময় টুরিস্টরা আমাদের কাছে এই প্রশ্নটি জানতে চান. তাদের জন্য আজকের এই লেখা.

💥 Economy package: জনপ্রতি ৩/৪ হাজার: (১০-২৫ জনের কাপাসিটি)

এই হাউসবোট গুলো দেখতে খুবই সাধারণ, ভিতর ঘুমানোর জন্য তোষক বিছানো থাকে, খুবই সাধারণ একটি টয়লেট থাকে এবং নৌকার ভিতর দাঁড়ানো যায় না, খাবার কিনে, বাবুর্চি নিয়ে, নৌকায় উঠতে হয় উনি রান্না করে দেন. ২০১৬-১৭ এর দিকে এগুলো খুবই জনপ্রিয় ছিল টাঙ্গুয়ার হাওড়ে. কম টাকায় টাঙ্গুয়ার হাওর ঘোরার জন্য আদর্শ এই নৌকা.

যেমনঃ B- boat, নিলাদ্রি ইত্যাদি।

💥 Standard package: জনপ্রতি (৪.৫ – ৫.৫) হাজারঃ (১২-১৮ জনের কাপাসিটি)

এই হাউসবোট গুলো দেখতে খুবই সুন্দর. ভিতরে সোজা হয়ে হাঁটা যায় অধিকাংশ সময়ে. আলাদা কেবিন থাকে. কেবিন গুলো পর্দা/ পাতলা বোর্ড দিয়ে আলাদা করা থাকে. কেবিন গুলো ছোট, দুইজন থাকার জন্য আদর্শ. অ্যাটাচ ওয়াশরুম থাকে না , ফ্যান থাকে কেবিনে, তবে হাই কমোড থাকে. মডারেট ডেকোরেশন, প্রাইভেসি নেই বললেই চলে. খাবার ভালো, স্নাক্স এর ব্যবস্থা থাকতেও পারে. বন্ধু মহলের মধ্যে জনপ্রিয় এই হাউসবোট গুলো.

যেমনঃ মনপুরা, বজরা ইত্যাদি

💥 Premium package: জনপ্রতি (৬ – ৮.৫) হাজারঃ (১২-২০ জনের কাপাসিটি)

এই হাউসবোটগুলোও দেখতে খুবই সুন্দর. ভিতরে সোজা হয়ে হাঁটা যায়. আলাদা কেবিন থাকে. ফ্যান এবং জেনারেটরের ব্যবস্থা থাকে. সাধারণত কেবিন গুলো ছোট, দুইজন থাকার জন্য আদর্শ, কিছু কিছু বোটে আবার রুম অনেক বড়ও হয়. কেবিন গুলো কাঠ দিয়ে আলাদা করা থাকে. অ্যাটাচ ওয়াশরুম (হাই কমোড) থাকে বেশিরভাগ নৌকায়. প্রাইভেসি থাকে. কোনো কোনো নৌকায় রুমের সাথে বারান্দাও থাকে. খাবারের মান ভালো, পর্যাপ্ত (৬/৭ আইটেম প্রতি বেলায়), দিনে দুইবার স্নাক্স দেওয়া হয়. সার্ভিস ভালো. কাপল/ ফ্যামিলি নিয়ে ঘুরাঘুরির জন্য জনপ্রিয়.

যেমনঃ Silver wave, হিমাদ্রি, জলরঙ, জলছবি, রঙ্গিলা বাড়ই ইত্যাদি।

💥 Luxury package: জনপ্রতি ৯- ১২ হাজারঃ (১২-২০ জনের কাপাসিটি)

এই হাউসবোটগুলোও দেখতে সবথেকে সুন্দর. ভিতরে সোজা হয়ে হাঁটা যায়. আলাদা কেবিন থাকে. সাধারণত কেবিনগুলো বড়, ৩ জন থাকার জন্য আদর্শ. ভিতরে আলাদা রুম থাকে. অ্যাটাচ ওয়াশরুম (হাই কমোড) থাকে প্রতি রুমে. কোনো কোনো নৌকায় রুমের সাথে বারান্দাও থাকে. প্রাইভেসি থাকে. ফ্যান এবং জেনারেটরের ব্যবস্থা থাকে. খাবারের মান ভালো, পর্যাপ্ত (৬/৭ আইটেম প্রতি বেলায়). সার্ভিস ভালো, দিনে দুইবার স্নাক্স দেওয়া হয়. এই নৌকাগুলো ডেকোরেশন খুবই সুন্দর হয়. নৌকা গুলো খুব বড় হয়. সার্ভিস খুব ভালো হয়. ২০২৪ এ এরকম হাউসবোটে সুইমিংপুল ও এসিও আছে কিছু নৌকায়. কর্পোরেট, ফ্যামিলি, লাক্সারি টুরিস্ট এবং বিদেশি টুরিস্টদের মধ্যে এগুলো জিনপ্রিয় বেশী।

যেমনঃ জ্যোৎস্নার গল্প…

উল্লেখ্য এই হাউসবোটগুলোর এই প্রাইস আপনি তখনই পাবেন যখন আপনি নৌকার ফুল ক্যাপাসিটি সহ বুক করবেন। যারা একজন দু’জন করে আছেন – তারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। তাদের প্রতি সপ্তাহে শেষে একটি প্যাকেজ থাকে যেখানে আপনি একজন দু’জন হলেও বুক করতে পারবেন।

এছাড়া অন্যদের সাথে তাল মিলিয়ে অনেক হাউসবোট তৈরি হয়েছে যারা একই ধরনের দাম রাখে কিন্তু সার্ভিস খুবই খারাপ, খাবার ভালো না, ডেকোরেশন খারাপ, রুমের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রবলেম এবং আরো নানাবিধ সমস্যা থাকে. তাই কখন কোন প্যাকেজে যাবেন, কাদের সাথে যাবেন, তা ভালো কোন এজেন্সির সাথে কথা বলে অবশ্যই খবর নিয়ে যাবেন.

মনে রাখবেন আপনার বাজে অভিজ্ঞতার জন্য দায়ী আপনার ভুল চয়েজ – টাঙ্গুয়ার হাওর নয়.

#tangua# sunamganj #niladri #bojra #tanguarhaor #haor #boathouse ©️Rishi Kabbo

# # #

Related Posts

Vietnam Tourist Visa

Vietnam e-visa: সাধারনত ই-ভিসার মেয়াদ হয় ১-৬ মাস। পাসপোর্টে কোনো স্টিকার পড়বে না।
Vietnam Sticker Visa: নির্দিষ্ট ১০-২০ দিনের জন্যে

Read More »

Koh Samui Tour Guide

গালফ অফ থাইল্যান্ডে কোহ সামুই এর অবস্থান। সেন্ডি বিচ, টার্কিশ কালারের পরিষ্কার স্বচ্ছ পানি, ব্রেথ টেকিং ভিউ কোহ সামুই মূলত এসব

Read More »

মাত্র ১ দিনেই ভারতের ভিসা!

ভারতের ভিসার জন্য ভোগান্তি কমবে। মাত্র ১ দিনেই মিলবে দেশটির ভিসা। এ ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই

Read More »

Malaysia Visa Requirements

লিস্টের সকল কাগজ স্ক্যান (Scan) করে পিডিএফ (PDF) করে পাঠিয়ে দিলেই হবে। Bank Statement of 6 month, Bang Solvency,

Read More »

Weekly articles about traveling to make your live better than before

Sign Up For Our Newsletter

We promise you will not recieve spam from us. You can unsubscribe anytime