জি – হাঁ.
সবাইকে তাক লাগিয়ে চট্টগ্রাম IVAC সেন্টার ভিসা দিচ্ছে দুই দিনে.
বিগত কয়েক মাস ধরে যেখানে ইন্ডিয়ান ভিসা হাতে পেতে ৪০-৫০ দিন সময় লাগতো, তার ওপর নতুন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস শুরু হওয়াতে এপয়েন্টমেন্ট ডেট ও পাওয়া যায় প্রায় একমাস পরে. সেক্ষেত্রে এক-একটি পাসপোর্ট ভিসা সহ হাতে পেতে সময় চলে যেত প্রায় ২ মাস. তার ওপর লাইন-ভিড় তো আছেই.
এই অবস্থায় সবাই যেখানে তাদের ইন্ডিয়া ট্যুর প্ল্যান নিয়ে সন্ধিহান সেখানে চমক দেখালো চট্টগ্রামের “ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (IVAC)” সেন্টার।
গতকালকে জমা হয় এই পাসপোর্ট যার ডেলিভারি ডেট পরশুদিন. ধারনা করা হচ্ছে সব IVAC সেন্টার গুলো দ্রুত এই পদ্ধতিতে চলে আসবে। যেখানে পাসপোর্ট এপয়েন্টমেন্ট ডেট পেতে দেড়ি হলেও ভিসা পাওয়া যাবে খুব দ্রুত।